নির্মাণসামগ্রীর মূল্য ও ভ্যাট-ট্যাক্স কমানো এবং পুরোনো দরে দরপত্র আহ্বান বন্ধের দাবিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকাভুক্ত ঠিকাদারেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তাঁরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদারেরা মানববন্ধনে অংশ নেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাসের সভাপতিত্বে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহসভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সাইফুর রহমান খোকন প্রমুখ।