হোম > ছাপা সংস্করণ

শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মাননা

হাতীবান্ধা ও উলিপুর প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় উপজেলার সব বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের হাতীবান্ধা উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, পুলিশ সুপার তাপস সরকার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ।

এ দিকে কুড়িগ্রামের উলিপুরে বিজয়ের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা ভবন চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মা-বাবাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার প্রায় ৭৫০ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে চাঁদর, লুঙ্গি, কম্বল ও খাবার প্যাকেট দেওয়া হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন। সম্মাননা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক কমান্ডর ফয়জার রহমানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর ম্যুরাল, একাত্তরের গণকবর ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, ‘রক্তের বদলে আমাদের বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান ও তাঁদের পরিবারকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ