হোম > ছাপা সংস্করণ

সেতুর একপাশে নেই সড়ক, ভোগান্তি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রায় দুই বছর আগে উদ্বোধন করা হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ভূমি অফিসের সামনের খালের ওপরের আরসিসি সেতু। জনস্বার্থে নির্মাণ করা হলেও এক পাশে চলাচল উপযোগী সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর তেমন কোনো কাজেই আসছে না সেতুটি।

সরেজমিন দেখা গেছে, সেতুর দুপাশে মেহগনিসহ বিভিন্ন গাছের বাগান। সেতু দিয়ে যানবাহন নিয়ে চলাচলের কোনো সড়ক নেই। শুধু মাত্র হেঁটে চলাচল করছে মানুষ।

এলাকাবাসী জানান, ভূমি অফিসটি জগন্নাথপুর ইউনিয়নের একদম শেষ সীমানায় অবস্থিত। এখানে যাতায়াত সহজ করার জন্য ভূমি অফিসের সামনের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতুর দুপাশে সরকারি জমি না থাকায় পাকা সড়ক হয়নি। তা ছাড়া সেতুটি দিয়ে কোনো যানবাহন চলতে পারে না। শুধু হেঁটে চলাচল করার জন্য সেতুটি ব্যবহার করা হয়।

তাঁরা আরও জানান, সেতু থেকে ভূমি অফিসের আগ পর্যন্ত যতটুকু জমি আছে তাঁর মালিক স্থানীয় রিয়াজ উদ্দিন আর ওপারের জমি সালাম মাস্টারের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৭-২০১৮ অর্থবছরে জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে খালের ওপর ৪০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে। এতে ব্যয় ধরা হয় ৩০ লাখ ৭৭ হাজার ৬০৬ টাকা।

এ বিষয়ে জমির মালিক রিয়াজ উদ্দিন বলেন, ‘এখানে কোনো সড়ক না থাকায় সেতুটি চলে যাচ্ছিল। পরে জনগণের জোরাজুরিতে সেতুটি এখানে নির্মাণ করা হয়। সংযোগ সড়ক নির্মাণের জন্য আমি আমার অংশের জমি দিতে রাজি ছিলাম। কিন্তু সালাম মাস্টার রাস্তার জায়গায় দোকান ও ঘর নির্মাণ করেছেন। ফলে সড়ক আর হয়নি।’

জগন্নাথপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। শুধুমাত্র হেঁটে চলাচল করা যায়। এতে বেশ ভোগান্তি পোহাচ্ছে জনগণ। দ্রুত সড়ক নির্মাণ করা দরকার।’

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ খান বলেন, ‘কয়েকবার বরাদ্দ দিয়েছি। কিন্তু সরকারি জমি না থাকায় সড়ক হয়নি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, ‘সেতুটির দুপাশে সরকারি জমি না থাকায় সড়ক নির্মাণ করা হয়নি। জনগণ জমি দিলে সড়ক নির্মাণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ