কুষ্টিয়ায় ধান মাড়াই যন্ত্রে শাড়ি পেঁচিয়ে মরিজন নেছা (৫২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিজন নেছা ওই গ্রামের হেজাব উদ্দিনের স্ত্রী ছিলেন।
মরিজনের স্বামী হেজাবউদ্দিন বলেন, ‘সকালে আমাদের বাড়িতে শ্যালো মেশিন চালিত ধান মাড়াই যন্ত্র দিয়ে ধান মাড়াই করা হচ্ছিল। এ সময় আমার স্ত্রী মরিজন ধান ঝাড়ার কাজ করছিলেন। একপর্যায়ে মাড়াইযন্ত্রের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর শাড়ি যন্ত্রের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে চলন্ত মাড়াইযন্ত্রের সঙ্গে বেঁধে গুরুতর আহত হন মরিজন। পরে বাড়ির লোকজন আহত মজিরনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’