হোম > ছাপা সংস্করণ

প্রশিক্ষণে আগ্রহ বাড়ছে নারীদের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণে নারীদের আগ্রহ বাড়ছে। সংশ্লিষ্টরা জানান, আগে কম আবেদন পড়ত। কিন্তু এখন বেশি পড়ছে। তাই ভাইভার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হচ্ছে। গতকাল মঙ্গলবার উপজেলা সম্মেলনকক্ষে প্রশিক্ষণার্থী বাছাইয়ের দৃশ্য দেখা যায়।

কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম জানান, আইজিএর আওতায় ২০১৮ সালে দুই প্রকল্পর মাধ্যমে এ প্রশিক্ষণ শুরু হয়। যার মধ্যে ছিল ভার্মি কম্পোস্ট আর ফ্যাশন ডিজাইন। তিনি বলেন, প্রথম দিকে একেক ট্রেডে ২০ জন নারী নেওয়া হতো। আবেদন পড়ত ৩৫ থেকে ৪০ টির মতো। বাছাই করা হতো মৌখিক পরীক্ষার মাধ্যমে। এখন ২৫ জন করে নেওয়া হয়। বিপরীতে আবেদন জমা পড়ছে ২৫০ টি। এখন ভাইবা নিয়ে বাছাই করতে বেগ পেতে হচ্ছে।

শিলা বেগম বলেন, এখন আগ্রহ বাড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম প্রশিক্ষণের মান বেড়েছে। প্রশিক্ষণ নিয়ে অনেকে কাজে লাগাচ্ছেন। আর এটা দেখেও অনেকের আগ্রহ বাড়ছে। এ ছাড়া টাকার পরিমাণ বৃদ্ধিতেও মানুষের আগ্রহ বাড়ছে।

মৌখিক পরীক্ষা দিতে আসা জগন্নাথপুর গ্রামের লিমা খাতুন বলেন, ‘আমার বান্ধবীরা প্রশিক্ষণ নিয়েছেন। সেটা জেনে আমি মৌখিক পরীক্ষা দিতে এসেছি। টাকাটা ব্যাপার না। প্রশিক্ষণটা প্রয়োজন। আর এ জন্য আসা।’ তিনি বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হয়ে অন্যকেও স্বাবলম্বী হতে সহায়তা করতে চাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ