ভোলায় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- ফারুক ফরাজী, ইমাম হোসেন ও আনোয়ার ব্যাপারী।
ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল রোববার বিকেলে অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী ইউনিয়ন থেকে মাদকসহ ফারুক ফরাজীকে (৪৪) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পুলিশ ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে।’
ওসি মাহবুবুর রহমান জানান, একই দিন দুপুরে আরেক অভিযানে ভোলা সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে মাদকসহ ইমাম হোসেন (২১) ও আনোয়ার ব্যাপারীকে (২৭) গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে পুলিশ ১ কেজি গাঁজা উদ্ধার করেছে।