সার্ক হোমিও মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও স্বর্ণালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গরিব রোগীদের বিনা মূল্যে হোমিও চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার নগরীর মিরবক্সটুলায় প্রধান অতিথি হিসেবে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
ডাক্তার শৈলেন্দু কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাগীব রাবেয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সাবেক প্রভাষক ডা. হিরন্ময় মোহন বিশ্বাস, সাংবাদিক শহিদ আহমদ চৌধুরী এবং ডা. ব্রজেন্দ্র চন্দ্র নাথ।
স্বর্ণালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক নাসিমা বেগমের পরিচালনায় উপস্থিত ছিলেন ওয়েছুর রহমান, ডা. রুমানা খানম, ডা. শফিকুর রহমান, ডা. রোমেনা বেগ, ডা. রনি চন্দ, দেবব্রত দত্ত চৌধুরী।