জামালপুরের দেওয়ানগঞ্জে ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ডাল, খেসারির বীজ, শীতকালীন পেঁয়াজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন সোলাই। সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।