আফগানিস্তানের নতুন তালেবান শাসকেরা ১০ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। জাতিসংঘের দাতা সম্মেলনের ধারণার জন্য মস্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে আফগানিস্তানকে অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয় রোধে সহায়তা করতে সম্মত হয়েছে দেশগুলো।
গত বুধবার, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং উজবেকিস্তান তালেবানদের সঙ্গে যোগ দিয়ে জাতিসংঘকে আফগানিস্তান পুনর্গঠনে সাহায্য করার জন্য যত দ্রুত সম্ভব এ ধরনের জাতীয় সম্মেলন আহ্বান করার আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।
‘কৌশলগত কারণে’ মস্কো বৈঠকে অংশ না নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ভবিষ্যতে এ ধরনের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।