কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় উত্তরপাড়া আশার আলো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উত্তরপাড়া যুব সমাজ এই খেলার আয়োজন করে।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আলমাছ উদ্দিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো. জাবের হোসেন। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তিনি খেলার উদ্বোধন ঘোষণা করেন এবং উপভোগ করেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, মজিবুর রহমান হামদু ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
খেলা উপভোগ করতে মাঠের চারপাশে অবস্থান নেন নারী, শিশু, বৃদ্ধসহ শত শত উৎসুক দর্শক।
খেলা দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে যারা হাঁড়ি ভেঙেছেন, তাঁদের নিয়েই হয় দ্বিতীয় পর্ব। চূড়ান্ত পর্বে হাঁড়ি ভেঙে প্রথম পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জিতে নেন শুভ নামের স্থানীয় এক যুবক।