চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনের প্রচার জমে উঠেছে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তবে প্রচারে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নৌকার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কলাকান্দা ইউপির নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা ও ফরাজিকান্দি ইউপির নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিমের পক্ষে ঘুরে ঘুরে লোকজনের কাছে গিয়ে ভোট চাইলেন তিনি।
মিজানুর রহমান বলেন, সাধারণ জনগণের কাছে একটাই কথা– প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকাকে সব জায়গায় বিজয়ী করতে হবে। প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।