হোম > ছাপা সংস্করণ

নোনা ইলিশের ঐতিহ্য হারানোর পথে

সাইফুল ইসলাম, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে নোনা ইলিশ। গৃহস্থ ও মৌসুমি ইলিশ ব্যবসায়ীরা মৌসুমে কম দামে বড় ও মাঝারি আকারের ইলিশ ক্রয় করে লবণ দিয়ে কিছুদিনের জন্য টিনের পাত্রে প্রক্রিয়াজাত করে। পরে ইলিশ মৌসুম শেষ হলে তা খোলা বাজারে অধিক দরে বিক্রি করে।

এ ছাড়া ভোজন রসিক গৃহস্থরা দৈনন্দিন খাবারে অথবা অতিথি আপ্যায়নেও নোনা ইলিশ পরিবেশন করে থাকেন। যা ঘ্রাণ ও স্বাদে অতুলনীয়। ইলিশ মাছ প্রজনন শেষে গভীর নদী ও সাগরে চলে যাওয়ায় বড় আকারের ইলিশ পাওয়া যায় না। আর এই ইলিশ সংকটে চরফ্যাশন উপজেলার নোনা ইলিশের ঐতিহ্যবাহী হারাতে বসেছে।

স্থানীয় শিক্ষক কবির হোসেন বলেন, ‘বিগত বছরগুলোতে জেলে পাড়ায় গেলে এই নোনা বা কাটা ইলিশ পাওয়া যেত। বাজারে এখন সারা বছর ধরে মাছ, মাংস সংরক্ষণে কম দামের বিভিন্ন মডেলের ফ্রিজ পাওয়া যাচ্ছে। এ ছাড়া চরফ্যাশনের দুর্গম চরাঞ্চলেও বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হওয়ায় ইলিশ মাছে লবণ দিয়ে আগের মতো কেউ প্রক্রিয়াজাত করেন না।’

শিক্ষক কবির হোসেন বলেন, ‘জেলেরা আড়তদার ও মহাজনদের দাদনের জালে আটকে থাকায় ভাগে পাওয়া ইলিশ বিক্রি করে দেন। ফলে জেলেরা বাড়িতে বেশি পরিমাণে ইলিশ নিতে না পাড়ায় তাঁরা এখন আর কাটা বা নোনা ইলিশ সংরক্ষণ করেন না।’

দুলারহাট বাজারের ইলিশ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সঠিক সময়ে ইলিশ পাওয়া যায় না। শীতের শুরুতে আমরা বড় ইলিশ পাচ্ছি না। তা ছাড়া ছোট ইলিশ দিয়ে কাটা বা নোনা ইলিশ তৈরি করা হয় না।’

জাহানপুর ইউনিয়নের জেলে ইউসুফ মাঝি বলেন, ‘জেলেরা তাঁদের পেশা বদল করার চেষ্টা করছেন। বছরের বেশির ভাগ সময় নদী ও সাগরের আবহাওয়া খারাপ থাকে এবং বছরের বিশেষ কিছু সময় ছাড়া তেমন ইলিশ পাওয়া যায় না। যখন ইলিশ পাওয়া যায় তখন প্রচুর দাম থাকে। এ কারণে বেশির ভাগ জেলে ইলিশ মাছ বিক্রি করে দেওয়ায় কাটা বা নোনা ইলিশ ঐতিহ্য।’

চরফ্যাশন মেরিন ফিশারিজ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘এক সময় জেলেরা অপ্রতিরোধ্যভাবে ইলিশ শিকার করেছেন। সেই সময়ে গ্রামাঞ্চলে ইলিশ সংরক্ষণে ফ্রিজ না থাকায় মানুষ ইলিশ মাছে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রাখত। এখন সব এলাকায় বিদ্যুতায়ন হওয়ায় প্রচুর পরিমাণে বরফকল তৈরি হয়েছে। মানুষ এখন রেফ্রিজারেটরে মাছ-মাংস সংরক্ষণ করে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ