সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
এক মাসে ৬২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের সাটুরিয়া থানা-পুলিশ। গত অক্টোবর মাসের বিভিন্ন সময় তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
সাটুরিয়া থানা সূত্রে জানা যায়, অক্টোবরে সাটুরিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিনজন, থানার মামলায় ৪১ জন ও সিআর মামলায় ১৮ জনসহ মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, থানার নিয়মিত কাজের অংশ হিসেবে ৬২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।