হোম > ছাপা সংস্করণ

পরাজিত নারী প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, গুলি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের পরাজিত নারী ইউপি সদস্য প্রার্থী শাহিনুর বেগমের সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে প্রার্থী শাহিনুর বেগমের বাড়তে হামলা চালায় একই ইউনিয়নের বিজয়ী প্রার্থী জিয়াসমিন বেগমের লোকজন। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়া হয়। এতে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন, মজিদপুর গ্রামের হানিফ (৩৫), মির্জাকান্দা গ্রামের ইমন (২১) ও শেখ মোখলেস (৫১)।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মীর্জাকান্দা গ্রামের শেখ হক (৪৫), শেখ ইসলাম (৩২), শেখ সামসুল (৪১), শেখ হকের ছেলে আসাদ (২২)।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার জিয়াসমিন বেগমের লোকজন শাহিনুর বেগমের বাড়ি সংলগ্ন ব্রিজে এসে জড়ো হয়ে নির্বাচনে হেরে যাওয়া নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় শাহিনুরের স্বামী উজ্জ্বলসহ বাড়ির লোকজন প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শেখ হকের নেতৃত্বে ৩০-৩৫ জন শাহিনুরের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তারা ৬-৭টি ককটেল বিস্ফোরণ ও ৫-৬টি ফাঁকা গুলি ছোড়। এতে তিনজন আহত হন।

এদিকে পরাজিত প্রার্থী শাহিনুর বেগমের লোকজনের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

এ ছাড়া উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত সাধারণ সদস্য (মেম্বার) হযরত আলী খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদীপ করের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যার পর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রদীপ কর বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ‘মামলা রুজু হয়েছে। ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ