হোম > ছাপা সংস্করণ

পোশাকশিল্পের ক্ষতি হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএম ডিপোর অগ্নিকাণ্ডে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ক্ষতি প্রায় হাজার কোটি টাকা। বিজিএমইএর করা তালিকায় প্রাথমিকভাবে ৭৩ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।  

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত আমাদের কাছে ৪৪টি রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান তাদের ক্ষতির তালিকা জমা দিয়েছে। এতে প্রাথমিকভাবে বাংলাদেশি টাকায় প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।’

সৈয়দ নজরুল ইসলাম বলেন, এটি তৈরি পোশাক শিল্পের জন্য বিশাল ধাক্কা। এ ধাক্কা কাটিয়ে উঠতে অনেক বেগ পেতে হবে।

বিজিএমই সূত্র জানায়, বিএম ডিপোর অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির চেয়ে গার্মেন্টস মালিকেরা নানা প্রশাসনিক জটিলতায় পড়েছেন। একদিকে বন্ড সুবিধায় আনা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে তৈরি পোশাক রপ্তানি করতে না পারায় কাস্টমস বন্ডের মামলা খেতে হবে। বাংলাদেশ ব্যাংককে নানা কৈফিয়তের সম্মুখীন হতে হবে। এ ছাড়া বিশ্ববাজারে দেশের সুনাম ক্ষুণ্ন হবে। যা তৈরি পোশাক শিল্পের জন্য বিরাট চ্যালেঞ্জ।

বিএম ডিপোতে বাংলাদেশ নিটওয়্যার মেনুফেকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) থেকে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ