হোম > ছাপা সংস্করণ

সড়কের পাশে ঝুঁকিপূর্ণ মরা গাছ, কাটার উদ্যোগ নেই

ভালুকা প্রতিনিধি

ভালুকা উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রোগাক্রান্ত হয়ে মরে গেছে। ঝড়-বৃষ্টিতে মাঝে-মধ্যেই এসব গাছের ডালপালা ভেঙে মাটিতে পড়ে দুর্ঘটনা ঘটে। ঝুঁকি নিয়ে চলতে হয় যানবাহন ও পথচারীদের।

জানা গেছে, উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে রোগাক্রান্ত হয়ে মরে গেছে গাছ। আক্রান্ত গাছের পাতা প্রথমে ঝরে পড়ে এবং ওপর থেকে ডালপালা শুকিয়ে একপর্যায়ে গাছ মরে যায়। শুকনো ডালগুলো ঝরে মাটিতে লুটিয়ে পড়ে। প্রায়ই দুর্ঘটনা ঘটে।

উপজেলার ভরাডোবা থেকে উথুরা পর্যন্ত সড়কের দুই পাশে শতাধিক গাছ মরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মরে যাওয়া এসব গাছের কোনোটিতে ঘুণে ধরেছে। আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো কেউ নিজ উদ্যোগে কাটার সাহস পায় না। সরকারিভাবে গাছগুলো কাটা বা অপসারণ করারও নেই কোনো উদ্যোগ।

পথচারী সেলিম বলেন, এই সড়কের দুই পাশে অনেকগুলো গাছ মরে রয়েছে। সড়কের পাশ দিয়ে হেঁটে যেতে ভয় হয়। গাছের ডাল ভেঙে যদি মাথায় ওপর পড়ে। এসব মরা গাছ কেটে ফেলা দরকার।

গাড়িচালক মকবুল হোসেন বলেন, ‘সড়কের পাশে মরা গাছগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যেকোনো সময় মরা গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টির দিন সড়কে গাড়ি চালাতে ভয় লাগে। যে কোনো সময় ডালপালা ভেঙে পড়তে পারে ওপরে। সড়কের গাছগুলো কেটে ফেলা উচিত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, সড়কের পাশে যদি ঝুঁকিপূর্ণ মরা গাছ থাকে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ