সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় সিলেটে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। বিশেষজ্ঞরা ভূমিকম্পের প্রস্তুতিতে ভবনের মাঝে মাঝে খোলা মাঠ রাখার প্রস্তাব দিয়েছেন।’
মেয়র গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুবকদের সম্পৃক্তকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিসিকের সব উন্নয়নমূলক কাজ সিলেট জেলা প্রশাসন, শাবিপ্রবি বিশেষজ্ঞ শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সিলেট ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় এখানে ভবনগুলো নিয়ম মেনে তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঝুঁকি রেখে কোনো ভবন তৈরি করতে দেওয়া হবে না।’
ব্র্যাক হিউম্যানিটেরিয়ান কর্মসূচি এবং শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, বিভাগীয় কমিশনার ড. মোহাম্মাদ মোশাররফ হোসেন প্রমুখ।