কলকাতা প্রতিনিধি
বিনা ভোটেই ফের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দলের সাংগঠনিক নির্বাচনে তাঁর বিরুদ্ধে কেউ মনোনয়ন দাখিল করেননি বলে জানান রিটার্নিং কর্মকর্তা তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
নির্বাচিত হওয়ার পর মমতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের মূল শক্তি রেখে দিল্লির দিকে নজর দেওয়া হবে।