পিরোজপুর প্রতিনিধি
ইন্দুরকানীতে জাতীয় পার্টি–জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা যায়, ইন্দুরকানী সদর ইউনিয়নে জেপির মনোনীত সাইকেল মার্কার প্রার্থী আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, আগামী ১১ই নভেম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে।