ঝালকাঠির নলছিটি উপজেলার কৃতী সন্তান মু. আব্দুল হামিদ জমাদ্দারকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে। আব্দুল হামিদ জমাদ্দার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের আ. কাদের জমাদ্দারের বড় ছেলে।