হোম > ছাপা সংস্করণ

মোবাইল হিসাবে দিনে ২ হাজার ২৯৫ কোটি টাকা লেনদেন

রংপুর প্রতিনিধি

দেশে বর্তমানে ১১ কোটিরও বেশি গ্রাহককে ১৩টি মোবাইল ফোনভিত্তিক আর্থিক লেনদেন সেবা (এমএফএস) প্রতিষ্ঠান সেবা দিচ্ছে। এজেন্ট সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। এতে গড়ে দৈনিক ১ কোটির বারের ওপরে লেনদেন হয়, টাকার অঙ্কে যার পরিমাণ ২ হাজার ২৯৫ কোটি টাকা।

গতকাল রোববার এমএফএস মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। মোবাইল আর্থিক সেবা খাতের ১০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। তিনি বলেন, ১০ বছর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ঐকান্তিক ইচ্ছায় ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের অংশ হিসেবে যাত্রা শুরু হওয়া এমএফএস এখন দেশের মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনের অংশ। শুধুমাত্র দেশে নয়, সারা বিশ্বে আর্থিক অন্তর্ভুক্তিতে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশের এমএফএস খাত।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. কবির আহাম্মদ, এমএফএস প্রতিষ্ঠান বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ওকে ওয়ালেটের প্রজেক্ট ম্যানেজার আহসান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, দেশের আর্থিক অন্তর্ভুক্তির চিত্র বদলে দিয়েছে মোবাইল আর্থিক সেবা খাত। এতে করে সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের অংশ হিসেবে মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে সক্ষমতা ও স্বাধীনতা এসেছে।

বক্তারা জানান, বর্তমানে এই সেবা খাতের মাধ্যমে মোবাইল রিচার্জ, বিদেশ থেকে সরাসরি রেমিট্যান্স পাওয়া, সঞ্চিত অর্থের ওপর মুনাফা, বিভিন্ন ধরনের পরিষেবার বিল পরিশোধ, ব্যাংক থেকে টাকা আনা ও ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে। এ ছাড়া সরকারের বিভিন্ন ধরনের ভাতা ও উপবৃত্তি বিতরণ, তৈরি পোশাক খাতের শ্রমিকসহ বিভিন্ন শিল্পের শ্রমিকদের বেতন পরিশোধ, আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল ন্যানো ঋণ, মাসিক সঞ্চয় সেবাসহ প্রতিনিয়তই নতুন সেবায় সমৃদ্ধ হচ্ছে এমএফএস খাত।

আলোচনা শেষে এমএফএস সম্পর্কিত সচেতনতামূলক পুতুল নাচ, গম্ভীরা ও পথনাটক পরিবেশন করেন শিল্পীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ