নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সেতু নির্মাণের ৫ বছর পরেও ওঠেনি কোনো যানবাহন। সেতুর এক অংশ ভেঙে লোহার রড বের হয়ে গেছে। সংযোগ সড়ক না থাকায় পাটাতন বসিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রাম ও লেবুছাড়া গ্রামের সংযোগ খালের ওপর ৪০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটির এক পাশে ঢালাই করা পাটাতন এবং অপর পাশে সরু ঢালাই করে স্থানীয়রা চলাচলের ব্যবস্থা করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সেতুটিতে ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন। যানবাহন চলাচলের আগেই সেতুতে ভাঙন ধরেছে।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর-লেবুছাড়া খালের ওপর ২০১৬-১৭ অর্থবছরে ৪০ ফুট দীর্ঘ সেতুটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটির দুপাশে সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সাধারণ মানুষের চলাচলের জন্য নিজেরাই দুপাশে ঢালাই করা পাটাতন বসিয়েছেন।
সেতুটির ঠিকাদার রফিকুল হায়দার বাবু জানান, সেতুর নির্মাণের সঙ্গে সংযোগ সড়ক তৈরির কোনো বরাদ্দ ছিল না।
মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু জানান, সেতুটির ভেঙে যাওয়া অংশের সংস্কার ও সংযোগ সড়ক করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, সেতু ভেঙে থাকলে সরেজমিন পরিদর্শন করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।