টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহিম প্রকাশ রইক্কা (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে তাঁকে আটক করে এপিবিএন। এপিবিএন রইক্কাকে সন্ত্রাসী হিসেবে দাবি করেছে।
১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, অভিযানে সালমান শাহ গ্রুপের আবদুর রহিমকে আটক করা হয়। তাঁর কাছে একটি দেশীয় পদ্ধতিতে তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
অধিনায়ক তারিকুল ইসলাম আরও জানান, আটক রইক্কা একাধিক মামলার পলাতক আসামি। তিনি শিবিরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।