রাজশাহীর পুঠিয়ায় এক সপ্তাহ ধরে সেরজান বেওয়া (৯৩) নামের এক বৃদ্ধা নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ সেরজান উপজেলার ভাড়রা গ্রামের মৃত নূর আলীর স্ত্রী।
সেরজান বেওয়া গত ১৪ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে হাঁটাহাঁটি করতে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজি করেও মাকে না পেয়ে তাঁর ছেলে জিল্লুর রহমান গতকাল সোমবার পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছেলে জিল্লুর রহমান বলেন, বার্ধক্যজনিত কারণে মায়ের স্মরণশক্তি কমে গেছে। এ ছাড়া তিনি কোনো কিছু মনে রাখতে পারেন না। নিখোঁজ হওয়ার সময় মায়ের পরনে সবুজ রঙের শাড়ি ছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘ওই নারী নিখোঁজ হওয়ায় পর তাঁর ছেলে থানায় একটি জিডি করেছেন। আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।’