প্রচার শুরুর আড়াই মাসের মাথায় শেষ হচ্ছে এনটিভির ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ফ্রেন্ডস’। প্রচার শুরু হয়েছিল গত ফেব্রুয়ারির শুরুতে, আজ রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে নাটকটির শেষ পর্ব।
মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল।
অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদিয়া আফরিন মীম, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রিয়ন্তী উর্বি, আইনুন পুতুলসহ অনেকেই।