হোম > ছাপা সংস্করণ

বেড়া পৌরসভায় নির্বাচন আজ

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া পৌরসভার নির্বাচন আজ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে গতকাল সকালে বেড়া সরকারি কলেজ মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগে এক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলীর সভাপতিত্বে প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার মহিবুল আলম খান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা নির্বাচনী কর্মকর্তা তৌফিকুর রহমান, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার প্রমুখ।

মহিবুল আলম খান বলেন, বেড়া পৌর নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সঙ্গে অতিরিক্ত চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তাঁরা ভোটের সব কার্যক্রমকে সহায়তা করে একটি অবাধ ভয়হীন নির্বাচন অনুষ্ঠানের জন্য সব পর্যায়ে পেশাদারিত্বের স্বাক্ষর রাখবেন। তিনি একটি বিতর্কমুক্ত নির্বাচন করতে ভোটার ও প্রার্থী সমর্থকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, বেড়া পৌর নির্বাচন সুষ্ঠু করতে ভোটার ও ভোট গ্রহণকারীদের সব পর্যায়ে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রথম শ্রেণির বেড়া পৌরসভার ৪২ হাজার ৮১৮ ভোটার একজন মেয়র ১০ জন কাউন্সিলর ও ৩ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ