কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদী ইউনিয়নের শীতার্তদের মধ্যে ইমাম-উলামা পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে
আগরপুর বাজারের কেন্দ্রীয় মসজিদে শীতার্ত ও সুবিধা বঞ্চিতদের মধ্যে এই সব কম্বল বিতরণ করা হয়।
এ সময় সাংগঠনিক সম্পাদক মুফতি মোকাররম হোসাইন আযিযীর সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মাওলানা মুজিবুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন, বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদের উপদেষ্টা শায়খুল হাদিস মুফতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মাদ আছাদুল্লাহ, মাওলানা ক্বারী অলিউল্লাহ, জামিয়া মাদানিয়া আগরপুর বাসস্ট্যান্ড মাদ্রাসার সভাপতি আবদুল বাছেত ভূঁইয়া।