মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উজিরপুর থেকে এরশাদ আলী (৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বসতঘরের টিন খুলে লাশটি উদ্ধার করে পুলিশ।
এরশাদের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে উজিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন এরশাদ। এ দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান, বুধবার বিকেলে স্বামীকে ঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে গোসলে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। টিনের ফাঁক দিয়ে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। খবর পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম পৌঁছে পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এরশাদ প্রতিবন্ধী হলেও কাজকাম করেই সংসারের জোগান দিতেন। বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।