হোম > ছাপা সংস্করণ

পূজা উপলক্ষে নৌকাবাইচ নদীর তীরে মানুষের ভিড়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। গতকাল বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এই নৌকাবাইচ হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে শত শত লোকের সমাগম ঘটে।

শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয় প্রতিবছর বিজয়া দশমীর দিনে। কোনো ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই নৌকাবাইচ হয়। এ বছর কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক নৌকাবাইচ উপভোগ করতে আসেন। এবারের নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৫টি সরেঙ্গা, ছিপ, কোষাবাচারি নৌকা অংশ নেয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, কথিত আছে যে, আজ থেকে প্রায় দেড় শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন এখানে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছিলেন। সেই থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় নৌকাবাইচ হয়। কোটালীপাড়া উপজেলার সব ধর্মের জনগণ এই নৌকাবাইচে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, নদী-খাল-বিলবেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচ কেউকে আয়োজন করতে হয় না। এই নৌকাবাইচে কাউকে পুরস্কারও দেওয়া হয় না। কোটালীপাড়ার এই নৌকাবাইচ একটি ব্যতিক্রমী আয়োজন। তবে এ বছর নৌকাবাইচে যেকটি নৌকা এসেছিল ঘাঘর বাজার বণিক সমিতির পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। এজন্য বণিক সমিতিকে ধন্যবাদ জানাই।

অন্যদিকে উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এসব নৌকাবাইচে উপস্থিত ছিলেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ