চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ক্লিকের আয়োজনে শেষ হয়েছে বিজয় উৎসব। গত শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে গরীর জিইসি কনভেনশন সেন্টারে বিভিন্ন পেশার ছয় প্রবীণ গুণীজনকে ‘চট্টলার বীর’ ও ৮ তরুণকে ‘তারুণ্যের কাণ্ডারি’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। একই মঞ্চে ক্লিক ‘চট্টলার বীর’ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সম্মাননাপ্রাপ্ত ৬ প্রবীণ হলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও রাজনীতিবিদ খোরশেদ আলম সুজন এবং ব্যবসায়ী তরফদার রুহুল আমীন।
তারুণ্যের কাণ্ডারি সম্মাননা পেয়েছেন পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু, জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটনের প্রেসিডেন্ট টিপু সুলতান, মানবাধিকার কর্মী আমিনুল হক বাবু, প্রকৌশলী সাইদুজ্জামান কিরণ, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন, উদ্যোক্তা এ কে এম শহীদ চৌধুরী, সংগঠক জিনাত সোহানা চৌধুরী, উদ্যোক্তা শাহ এমরান মো. আলী চৌধুরী।
ক্লিক সম্পাদক জালালউদ্দীন সাগর বলেন, ‘এই ফেস্টে অনেক তরুণ ও প্রতিভাবান উদ্যোক্তা নিজের প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী নিয়ে এসেছেন। তাঁরা একদিন অনেকদূর এগিয়ে যাবেন।’