সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে সেমিনার করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হেয়াৎ মামুদ ভবনে এই সেমিনারের আয়োজন করে বাংলা বিভাগ। বিভাগের প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত হন বেরোবির উপ-উপাচার্য অধ্যাপক সরিফা সালোয়া ডিনা।
সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন ড. চঞ্চল কুমার বোস। এ ছাড়া আলোচক ছিলেন বেরোবির বাংলা বিভাগের অধ্যাপক ড. রিষিণ পরিমল, সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, ড. নিত্য ঘোষ প্রমুখ।