মানিকগঞ্জের ঘিওরে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। ডিবির দলটি কারবারিদের ধরতে নিজেরাই সেজেছেন মাদকের ক্রেতা। পরে ইয়াবা বিক্রি করতে এসে গ্রেপ্তার হন তিনজন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ডিবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার পশ্চিম দাশড়ার এলজিইজি চকের বাসিন্দা সোহেল, ঘিওরের বড় কুষ্টিয়া গ্রামের আসিফ শিকদার ও দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের জহির শেখ।
জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে, সদর উপজেলার এলজিইজি চকে একটি চক্র ইয়াবা বিক্রি করছে।
পরে তাঁদের ধরতে ডিবি পুলিশের একটি দল মাদকের ক্রেতা সেজে তাঁদের সঙ্গে যোগাযোগ করে। পরে ইয়াবা বড়ি নেওয়ার জন্য নির্ধারিত স্থানে যেতে বলেন মাদক কারবারিরা। পরে ডিবির এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এলজিইজি চকের শাজাহান আলীর ফ্ল্যাট বাসার নিচতলা থেকে সোহেল, আসিফ ও জহির শেখ নামের তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ২০০টি ইয়াবা।
জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন আরও জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।