হোম > ছাপা সংস্করণ

তথ্য লুকিয়ে অপরাধীদের নির্বিঘ্নে বসবাস

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের অন্যতম একটি এলাকা টঙ্গী। শিল্প নগরী হিসেবে পরিচিত এ উপজেলায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস। অভিযোগ উঠেছে ভাড়াটেদের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করছেন না বাড়ির মালিকেরা। এদিকে পুলিশের কাছে ভাড়াটেদের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় উপজেলায় বাড়ছে অপরাধ। আর এতে দেশের বিভিন্ন স্থানের অপরাধীরা টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে নিরাপদে বসবাস করছেন।

জানা যায়, টঙ্গীতে ছোট-বড় ১৯টি বস্তি রয়েছে। বস্তিগুলো যেন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তবে প্রায়ই পুলিশ দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধের সঙ্গে জড়িত থাকা অপরাধীকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে। এ ছাড়া ভাড়াটেদের সঠিক তথ্য না থাকায় খুব সহজেই অপরাধ করে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে বসবাস করা সম্ভব হয়।

বাড়ির মালিক আনোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টঙ্গীর মধুমিতা এলাকায় আমার একটি আটতলা বাড়ি রয়েছে। ওই বাড়িতে ৩৫টি পরিবার বাস করে। তাদের কোনো তথ্য নেই।’

টঙ্গীর হোসেন মার্কেট এলাকার অপর একটি বাড়ির মালিক মুছা বলেন, ‘আমার তিনতলা বাড়িতে নয়টি পরিবার বাস করছে। তবে কয়েক বছর আগে পুলিশের পক্ষ থেকে ভাড়াটের তথ্য ফরম বিতরণ করলেও তা জমা নেওয়া হয়নি। তবে ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় অধিকাংশ ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করতে রাজি হন না।’

টঙ্গীর গাজীপুরা এলাকার ভাড়াটে শাওন মোল্লা বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি নেওয়াটাই যথেষ্ট। বিস্তারিত তথ্য দেওয়া নিজের ও পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘টঙ্গী পশ্চিম থানাধীন বাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ চলছে। শিগগিরই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।’

অপরদিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘টঙ্গী একটি ঘনবসতিপূর্ণ এলাকা। দেশের বিভিন্ন স্থানে অপরাধ ঘটিয়ে অপরাধীরা এ এলাকায় নির্বিঘ্নে বাস করছে। টঙ্গী পূর্ব থানাধীন প্রতিটি বাড়িতে ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ ও সংগ্রহের কাছ এখনো চলছে।’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ইতিমধ্যে আবাসিক এলাকার বাড়ির হোল্ডিং নম্বর লাগানোসহ ভাড়াটেদের যাবতীয় তথ্য সংগ্রহ করে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ