ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মির সাব্বির রানা (১৩)। হৃদ্রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না চিকিৎসার খরচ। দীর্ঘদিন ধরে চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে রয়েছে বাড়িতে।
সাব্বির নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের মজনুর ছেলে ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। চার মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেকে) হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. রবীন্দ্রনাথ বর্মণের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হলে ওই চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গত ২১ সেপ্টেম্বর ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে স্থানান্তর করেন। হার্টে রিং প্রতিস্থাপনে পাঁচ লাখ টাকা লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাব্বিরের পিতা মজনু তার সহায় সম্বল ইতিমধ্যে শেষ করে ফেলেছেন। তার পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয়। ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্য চেয়েছেন তিনি।