বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে রেজিস্ট্রেশনবিহীন এবং কাগজপত্র না থাকায় ১৭ মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান। এ সময় বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামানের নেতৃত্বে থানা–পুলিশ সহযোগিতা করেন।
ইউএনও হাসিবুল হাসান জানান, রেজিস্ট্রেশনবিহীন ও কাগজপত্র না থাকায় ১৭ মোটরসাইকেল চালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।