হোম > ছাপা সংস্করণ

হঠাৎ ভেঙে পড়ল বারান্দা

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুরে মুজিববর্ষের উপহারের একটি ঘরের বারান্দা হঠাৎ ভেঙে পড়েছে। তবে প্রশাসন বলছে এ কাজ দুষ্কৃতকারীদের। বারান্দাটি হঠাৎ ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন এটি পরিকল্পিত। তাই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। গতকাল বুধবার ভোরে নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, ১৮২ নম্বর ঘরের বারান্দার তিনটি পিলারসহ বারান্দার চাল মাটিতে পড়ে আছে। কেউ বলছে ভেঙে পড়েছে, কেউ বলছে ভেঙে ফেলা হয়েছে। ঘটনাস্থলে আলামত ও বিভিন্ন পারিপার্শ্বিক চিহ্ন দেখে বোঝা যায় অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য বারান্দাটি ভাঙা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের ঘরের ক্ষতি সাধনে দুষ্কৃতকারীরা বারবার অপতৎপরতা চালাচ্ছে। ইতিপূর্বে এ রকম ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। সে ঘটনায় আসামিরা আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে এলাকায় অবস্থান করছে। নিজপাট ইউনিয়নে ২৭৪টি ঘর আশ্রয়হীনদের দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় দুই দফায় প্রায় ২২০টি ঘর হস্তান্তর করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ফখরুল ইসলাম, খলিলুর রহমানসহ ১০ থেকে ১৫ জন প্রতিবেদককে বলেন, ফজরের পর বিকট শব্দে বারান্দাটি মাটিতে ভেঙে পড়ে। এ সময় বাসিন্দারা ঘরে ছিলেন না। তাঁরা কাউকে পালিয়ে যেতেও দেখেননি। এ ছাড়া ঝড়-তুফান কিংবা বৃষ্টি ছাড়াই ভেঙে পড়ার কোনো কারণ ছিল না। তাঁদেরও ধারণা কেউ হয়তো পরিকল্পিতভাবে বারান্দাটি ভেঙেছে।

ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ বলেন, এ এলাকায় ঘর নির্মাণের শুরুতেই রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা ৩টি ঘরের বেজ ও পানির পাইপ কেটে ফেলেছিল। মাসখানিক আগে নতুন নির্মাণাধীন ৫০টি ঘরের ভেন্টিলেটর ভেঙে ফেলে। সর্বশেষ এই চক্রটি আজ ভোরে উদ্দেশ্যমূলকভাবে ঘরটির বারান্দা ও পিলার ভেঙেছে।

ফারুক আহমদ আরও বলেন, ‘আমার ধারণা বারান্দাটি ভেঙে পড়েনি। এটাকে কৌশলে ভেঙে ফেলা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে এ ঘটনায় মামলা করবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ