শাল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলায় দু’জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকায় এবং বয়স কম হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়।
গতকাল রোববার বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম তাঁদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন-আটগাঁও ইউপির ১ নম্বর সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী মালতী সরেন। ২৫ বছর না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই ইউপির ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী রেহানা আক্তারের ভোটার তালিকায় নাম না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে।
এদিকে শাল্লা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নীরেশ চন্দ্র দাসের মনোনয়নপত্রে জটিলতা থাকায় বাতিল করা হয়েছে। তবে চারটি ইউনিয়নের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তা।