ময়মনসিংহ প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান এমপি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ডাক্তার মাহবুব-উল কাদির ও ডাক্তার মো. ইসাহাক পরিষদের কমিটির প্রচার সম্পাদক ছিলেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর ডাক্তার মুরাদ হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ৫ থেকে ৬ মাস দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে ছাত্রদল থেকে পদত্যাগ করে ছাত্রলীগে যোগদান করেন। এই তথ্য নিশ্চিত করেন ডা. মো. ইসাহাক।