জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়, সিলেট সরকারি উচ্চবিদ্যালয় ও দক্ষিণ সুরমা সরকারি উচ্চবিদ্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরীন রোজী, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম প্রমুখ।
দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদার ও জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল হক এবং গীতা পাঠ করেন দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক অলকা দাশ। পরে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।