বরিশাল সদর উপজেলার চরমোনাই ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা ও দিবাগত রাতে ঘটনাগুলো ঘটেছে। এতে চরমোনাই ইউনিয়নের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম (মাস্টার) জানান, গত রোববার সন্ধ্যায় বুখাইনগর বাজারের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায়। এতে তাঁর ১০ কর্মী আহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আহমেদ শাহরিয়ার বাবু জানান, রোববার দিনগত রাত ১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কড়াপুর গ্রামের কারিকরবাড়ী এলাকার নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।