হোম > ছাপা সংস্করণ

পঞ্চগড়ে ২৫ হাজার হেক্টর জমিতে গমের আবাদ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চলতি মৌসুমে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলনের আশা করছেন চাষিরা।

কৃষি সম্প্রসারণ বিভাগ চলতি মৌসুমে জেলায় ১৮ হাজার হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও চাষাবাদ হয়েছে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে। পরিমিত বৃষ্টিপাতসহ আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলন ভালো হওয়া আশা করছেন চাষিরা। এ ছাড়া বাজারে গমের দাম ভালো আছে।

খরা মৌসুমে জেলায় কাঁচা মরিচ, টমেটো, ক্ষীরা, শসা, ভুট্টা, বাদামসহ বিভিন্ন ফসল উৎপাদনে তৎপর হয়ে উঠে চাষিরা। বিগত বছরে প্রাকৃতিক দুর্যোগে এসব ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হন তাঁরা। তাই এ বছর চাষিরা গম চাষে আগ্রহী হয়েছেন।

পঞ্চগড় সদর উপজেলার কায়েতপাড়া এলাকার চাষি মজিবর রহমান জানান, গত বছর তিন বিঘা জমিতে বাদামের আবাদ করে তেমন লাভবান হতে পারেননি তিনি। এ বছর একই জমিতে গমের আবাদ করে লাভবান হওয়ার আশা করছেন তিনি। দুই সপ্তাহের মধ্যে ফসল কর্তন করতে পারবেন তিনি, বাজারে বর্তমানে ৮৫০ থেকে ৯০০ টাকা দরে গম বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামিম হোসেন জানান, জেলার পাঁচটি উপজেলাতেই বারি ২৫ থেকে বারি ৩৩ জাতের গমের আবাদ করেছেন চাষিরা। চলতি মৌসুমে গমের যে আবাদ হয়েছে তাতে চাষিরা প্রতি হেক্টরে গড়ে ৯৬ মণ ফলন পাবেন।

পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন জানান, বীজ বপনের শুরু থেকেই চাষিদের নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছরে গমের ফলন দেখে অনেক চাষি আগামীতে গমচাষে আগ্রহ দেখিয়েছে। আমরা তাঁদের নানাভাবে প্রশিক্ষিত করে প্রস্তুত রাখছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ