হোম > ছাপা সংস্করণ

ইসির নিরপেক্ষতা নিয়ে সন্দিহান জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবগঠিত নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগ-সমর্থিত ও আমলানির্ভর বলে আখ্যায়িত করেছে জাতীয় পার্টি (জাপা)। এই কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে দলটি।

গতকাল বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে ইসি নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এর আগে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। চুন্নু ছাড়াও এ বৈঠকে অংশ নেন দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

সভা শেষে সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, ‘নব গঠিত নির্বাচন কমিশন হচ্ছে, আওয়ামী লীগ-সমর্থিত ও আমলানির্ভর নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে।’

জাপা মহাসচিব আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো একমত না হলে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে একটি আইন করতে হবে। তারপর যদি কমিশনের সদিচ্ছা থাকে, তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন দুরূহ বিষয়।

এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনের বাকি আরও দুই বছর। তাই নির্বাচনের আগে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব আমরা নির্বাচনে যাব কি না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ