ভোলায় জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের উকিল পাড়ায় শান্ত নীড়ে এ সমাবেশ হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাকছুদুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক ব্যারিস্টার আরাফাত হোসেন খান, সাবেক ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহীন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আশিকুর রহমান শান্ত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রীমহল দাঙ্গা বাজিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাইনুর রহমান তুহিন মোল্লা, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট খাইরুল ইসলাম প্রমুখ।