ফেনীতে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় শীর্ষক অনলাইন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে অনলাইনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ফেনীতে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন।
বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে প্রচলিত আইন, বাল্যবিবাহের কুফল ও ঝুঁকি, বাল্যবিবাহের কারণ ও প্রতিকার, বাল্যবিবাহ বন্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি জনমত গঠনে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। এ সময় প্রশিক্ষকেরা বলেন, বাল্যবিবাহ বন্ধে নিকাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবারসহ সবার সচেতন হতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের দুটি বিভাগের আট জেলায় ২০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে।