হোম > ছাপা সংস্করণ

পতনের বৃত্তে দেশের পুঁজিবাজার

পতনের বৃত্ত ভাঙতে পারছে না দেশের পুঁজিবাজার। গত সপ্তাহের টানা ৪ কার্যদিবস এবং চলতি সপ্তাহের টানা তিন কার্যদিবস সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আগের দিনের মতো গতকাল মঙ্গলবারও দেশের প্রধান পুঁজিবাজারটিতে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে তা বড় পতনে শেষ হয়। ফলে আগের কার্যদিবসের চেয়ে এদিন সূচক কমে ৭৬ পয়েন্ট। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্টের ওপরে চলে যায়।

শুরুর এই বড় উত্থান প্রবণতা লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা অব্যাহত থাকে। একপর্যায়ে সূচক ৮৮ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বদলে যায় পরিস্থিতি। একের পর এক প্রতিষ্ঠান পতনের তালিকায় নাম লেখাতে থাকে। বলা যায় বড় ধসের মুখে পড়ে যায় বাজারটি।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট কমে ৭ হাজার ২০ পয়েন্টে নেমে যায়। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৫৬ পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস রোববার কমে ৮৯ পয়েন্ট। ফলে চলতি সপ্তাহের তিন কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২২৩ পয়েন্ট। আর সাত কার্যদিবসের টানা পতনে কমেছে ৩৪৭ পয়েন্ট।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর অপর দুই সূচক। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও কমেছে ২৫৪টির। আর অপরিবর্তিত ছিল ৩৫টি শেয়ারের দাম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ