হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে রতন চন্দ্র বনিক নামের এক ফার্নিচার দোকানের মালিকের বিরুদ্ধে কর্মচারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জখম হওয়া জুনায়েদ হোসেনপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জুনায়েদের মা নাজমা আক্তার বলেন, ‘রতন চন্দ্র বনিকের বিরুদ্ধে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেছি।
হোসেনপুর ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানো অভিযোগ আমার হাতে পৌঁছেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’