হোম > ছাপা সংস্করণ

কালীগঞ্জে সড়কে হাঁটুপানি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার কিছু এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা এখনো দূর হয়নি। পৌরসভার দড়িসোম এলাকার বিভিন্ন গলিতে এখনো হাঁটুপানি জমে আছে। এতে ওই এলাকায় চলাচল কঠিন হয়ে উঠেছে এলাকাবাসীর।

সরেজমিনে দেখা গেছে, দড়িসোম এলাকায় পানিনিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজব্যবস্থা নেই। জলাধারগুলো ভরাট হয়ে যাওয়ায় বাড়ির উঠোন, অলিগলিতে পানি জমে রয়েছে। বিকল্প সড়ক না থাকায় নোংরা পানি মাড়িয়ে পথ চলতে হচ্ছে এলাকাবাসীকে।

দড়িসোম এলাকার মো. সানি (২৫) বলেন, ‘আমাদের এলাকায় আগে ডোবা-নালা ছিল। বৃষ্টি হলে পানি গিয়ে ডোবায় জমত; কিন্তু অপরিকল্পিত নগরায়ণের ফলে পানিনিষ্কাশনের কোনো জায়গা নেই। তাই একটু বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি চলে আসছে। দ্রুত এখানে ড্রেনেজব্যবস্থা করা না গেলে ভোগান্তি আরও বাড়বে।’

একই এলাকার মো. রমজান আলী (৫৫) জানান, তিনি শ্বাসকষ্টের রোগী। প্রায় প্রতিদিনই সরকারি হাসপাতালে যেতে হয়। তাঁর ঘর থেকে বের হলেই হাঁটুপানি মাড়িয়ে গেলে তিনি আরও বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ে যাবেন। এ জন্য তিন দিন ধরে স্বাস্থ্যসেবা নিতে পারছেন না।

 পোশাকশ্রমিক তাসলিমা বেগম (৩৫) বলেন, এখন পর্যন্ত রাস্তার পানি নামেনি। জমে থাকা পানি থেকে দুর্গন্ধের পাশাপাশি ময়লাও ভেসে থাকে। এই পানি মাড়িয়ে অফিসে গেলে গা থেকে বিশ্রী গন্ধ আসে, তা খুবই বিব্রতকর। এর প্রতিকার হওয়া জরুরি।

কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন বলেন, ‘ঝড়ের পর পৌরসভার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় কাউন্সিলরদের নিয়ে আপাত এই দুর্ভোগের নিরসনের করতে চেষ্টা করছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই একটা স্থায়ী সমাধান করতে পারব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ