বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপের নির্বাচনে মেম্বার পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। এর ফলে দুই প্রার্থীর মাঝে আবারও নির্বাচন হবে। এমনটাই জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন।
গত বুধবার গাড়ীদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রের ফলাফল আলাদাভাবে উপজেলায় পাঠানো হয়। এরপর সব কেন্দ্রের ভোট যোগ করে দুই প্রার্থীর একই সংখ্যা পাওয়া যায়। তাই বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাড়ীদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৭ হাজার ১৬ জন। বুধবার নির্বাচনে ৫ হাজার ২২৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ১৭২টি ভোট অবৈধ বা নষ্ট হলে ৫ হাজার ৫৩টি ভোট বৈধ ঘোষণা করা হয়। এতে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য প্রার্থী শাহিন আলম খাজা এবং ভ্যানগাড়ি প্রতীক নিয়ে একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ আব্দুল মান্নান ১ হাজার ১২৪ ভোট করে পান। এ ছাড়া ওই ওয়ার্ডে আরও সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেম্বার প্রার্থী আলহাজ আব্দুল মান্নান বলেন, ‘ভোট পুনর্গণনা করা হলে আমি নিশ্চিত বিজয়ী হব। এ জন্য রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করলেও গ্রহণ করা হয়নি।’
তবে মোছা. আছিয়া খাতুন জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তীতে শুধু এই দুই প্রার্থীর মধ্যে পুনর্নির্বাচন হবে।