নারী নির্যাতন মামলায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক এইচ এম এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, এনামুল হকের দ্বিতীয় স্ত্রী ইমানা ইসমাত যৌতুকের অভিযোগে তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ওই চিকিৎসককের ভাইকেও আসামি করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, র্যাব-৯ ওই চিকিৎসকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করলে কারাগারে পাঠাই।
মৌলভীবাজার-২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কে এম হুমায়ুন কবির বলেন, এনামুল হকের গ্রেপ্তারের তথ্য জেনেছি। তবে এখন পর্যন্ত আমার কাছে অফিশিয়াল কোনো কাগজপত্র আসেনি। তিনি হাসপাতাল থেকে ছুটিতে রয়েছেন।