হোম > ছাপা সংস্করণ

দন্ত চিকিৎসার অবৈধ দুই কেন্দ্র সিলগালা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দন্ত চিকিৎসার দুটি কেন্দ্র সিলগালা করা হয়েছে। একই সময়ে দুজনকে মোট দেড় লাখ জরিমানা করা হয়েছে। গতকাল রোববার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব। মাটিরাঙ্গা বাজারের ওষুধের দোকান ও দন্ত চিকিৎসা কেন্দ্রে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা, নামের আগে দন্ত চিকিৎসক লেখা ও বিএমডিএসের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার কেন্দ্র করায় তাজ মেডিকেল হলের মালিককে এক লাখ এবং ‘মাটিরাঙ্গা ডেন্টালের’ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা এবং নিবন্ধন ছাড়া চিকিৎসাকেন্দ্র চালানোর অপরাধে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ